বরগুনা জেলা ক্রীড়া সংস্থা রবিবার আন্তর্জাতিক অলিম্পিক ডে রান র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করেছে।
এ উপলক্ষে সকাল ৯ টায় জলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন চত্ত্বরের বটতলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ফুটবল প্রশিক্ষক মীর বজলুর রহমান,ক্রীড়াবিদ মহিউদ্দিন মকবুল, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল, কমিউনিটি রেডিও লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ