৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে রবিবার বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু দিনটি পালনের আনুষ্ঠানিকতা।
এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে।
সকাল ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে মিলিত হয় সমাবেশে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।
জেলা আওয়ামী লীগ ছাড়াও সদর উপজেলা, পৌর শাখা এবং ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ