নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীত, নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার পৃথক পৃথক স্থানে আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়।
উপজেলার বনপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির সরকার, প্রবীন নেতা আব্দুস সোবাহান প্রামানিক প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলার বনপাড়া বাইপাসে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ