বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন।
সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, যুগ্ম সম্পাদক আ. মোতালেব মৃধা, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক আব্বাস হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু ও রইসুল আলম রিপন বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বর্ণঢ্য র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল