সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, বণার্ঢ্য র্যালি, প্রতিষ্ঠাবাষির্কীর কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, অতিরিক্ত পিপি এ্যাড আব্দুল লতিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন বাদ্য বাজনা সহকারে জেলা শহরে বণার্ঢ্য একটি র্যালি বের করা হয়।
বিডি প্রতিদিন/কালাম