Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ জুন, ২০১৯ ১৭:৪২

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহমেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘আল্লাহর হক বান্দাগন’ নামে একটি কথিত মৌলবাদি সংগঠন স্থানীয় একটি পত্রিকা অফিসে চিঠি পাঠিয়ে এই হুমকি দেয়।

সোমবার দুপুর নাগাদ হুমকিপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই খবর পান।
হুমকিদাতা চিঠিতে উল্লেখ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে রাজিব আহমেদ ভালো কাজ করছেন না। আগামী ৯০ দিনের মধ্যে রাজিব আহমেদের লাশ গুম হবে। তার পরিণতি হবে ঝালকাঠির দুই নিহত জজের মতো। শব্দ কম হবে এবং লাশ ছাই হবে। শব্দ কম হওয়া ও লাশ ছাই হওয়া তাদের নতুন আবিস্কার এবং ডিজিটাল প্রযুক্তি বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

সোমবার সরকারি ডাকযোগে বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক বরাবর ওই চিঠি আসে। চিঠির প্রেরক হিসেবে জনৈক আনিছুর রহমান এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশাল জজকোর্ট। ৮জনকে চিঠির অনুলিপি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে। 

এ বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য