ভোলায় নিখোঁজ হওয়ার ৫ দিন পর পারভেজ নামের এক রিকশাচালকের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আলীনগর ইউনিয়নের সাহেবের কাচারি এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাড়ি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে বলে জানা গেছে।
ভোলা থানার ওসি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা