২১ জুলাই, ২০১৯ ১৮:৩৩

পিরোজপুরে উপ-নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর নিরাপত্তার দাবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে উপ-নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর নিরাপত্তার দাবি

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপ-নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি ও প্রার্থী সমর্থকদের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী। রবিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মো. গিয়াস উদ্দিন পলাম ও মো. নজরুল ইসলাম তালুকদার জানান, আগামী ২৫ জুলাই জেলার কাউখালী উপজেলার সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনে বাইসাইকেল প্রতিক নিয়ে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞার স্ত্রী এলিজা সাঈদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রার্থীরা অভিযোগ করেন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান তাদের নেতা-কর্মীদের বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছেন। এছাড়া হামলা ও মারধরের ঘটনাও ঘটছে। এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। যাতে করে স্থানীয় ভোটাররা নির্বাচনের দিন নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর