সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় জনগণ। গোয়াইনঘাট থানার এএসআই রাজিব রায় এসে লাশটি উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) জানান, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে শ্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর