ময়মনসিংহের গফরগাঁওয়ে কোরবানি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫৫)। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের দোবাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় ওসমান ও মুক্তা নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান গণমাধ্যমকে জানান, কোরবানি নিয়ে সোমবার দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন প্রতিবেশী ওসমান। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।
বিডি প্রতিদিন/ফারজানা