২৩ আগস্ট, ২০১৯ ১৭:৩৬

‘বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত’

দিনাজপুর প্রতিনিধি

‘বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত’

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সকল ধর্মকে সাণিত করতে চায়। আজকে যদি দেশে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতো, তাহলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যেতে পারতো না। 

শুক্রবার বিরল উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, দেশে যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতো তাহলে বাংলা ভাই সৃষ্টি হতো, মন্দিরে, মসজিদে হামলা হতো, আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ড হতে থাকতো। এটাই হচ্ছে ধর্মান্ধ গোষ্ঠীর কাজ, মৌলবাদের কাজ। তাই মৌলবাদ নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ মহারাজ।

বিরল উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর আহ্বায়ক শ্রী সুকিল চন্দ্র রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর, উপজেলা পূজা উদযাপন পরিষরে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সহ-সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি যোগেন্দ্র নাথ রায়, পৌরসভার প্যানেল মেয়র চন্দ্র কান্ত রায় চন্ডি প্রমুখ। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর