নাটোরের বড়াইগ্রামে গীতা পাঠ, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার দিয়ারপাড়া পালপাড়া ব্রক্ষ্মা মন্দির প্রাঙ্গণে শ্রী ধীরেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক শ্রী চিত্তরঞ্জন সাহা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও শিক্ষাবিদ গৌরপদ মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক