নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুয়া র্যাব চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকা থেকে ভুয়া র্যাব সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার উকিলপুর থানার মাসতীবাড়ি দীঘর এলাকার আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন, গাজীপুর জেলার সদর থানার জান্দালিয়াপাড়ার এলাকার মৃত মোছলেম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার চরজাকারিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান।
র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার রাতে র্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রূপসী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া র্যাব সদস্য জয়নাল আবেদীন, নাজমুল হোসেন ও মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে র্যাবের ইউনিফরম পরিহিত ছবি (এডিটিং করা)-০২টি, বাংলাদেশ র্যাব লেখা ও র্যাবের মনোগ্রাম সম্বলিত জ্যাকেট-০১টি, র্যাব সদর দফতরের সিল ও অফিসারদের ভুয়া স্বাক্ষর সম্বলিত নোটিশ-০৭টি, র্যাব সদর দফতরের গোয়েন্দা অফিসার, ডিউটি অফিসার ও তদন্তকারী অফিসার নামীয় সিল-০৪টি, বিজিবি’র আইডি কার্ড-০১টি, বিজিবি ইউনিফরম-০১ সেট, ল্যাপটপ-০১টি, প্রিন্টার-০১টি, মোবাইল-০১টি ও সিম-১৪টি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃদের বর্তমান ঠিকানা গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায়। প্রতারক চক্রের প্রধান আসামি মো. জয়নাল আবেদীন বিজিবি’তে চাকরি করতো। বিজিবি’তে চাকরিরত অবস্থায় সে ২০১৭ সালে বিজিবি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার নেতৃত্বে একটি প্রতারক চক্র সংগঠিত হয়। সে দীর্ঘদিন ধরে বিজিবি’তে চাকরি দেয়ার নাম করে অনেক লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদের সাথে প্রতারণা করে আসছে।
বিডি-প্রতিদিন/শফিক