কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে ঝুকিপূর্ণ ১৯টি বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকার পাহাড়ের পাদদেশ থেকে এসব অবৈধ বসবাসরতদের উচ্ছেদ করা হয়।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বলেন, বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সহযোগিতা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুরের নেতৃত্বে পুলিশ, বন বিভাগ ও সিপিজি সদস্যসহ টেকনাফ বিটের পুরাতন পল্লান পাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসরতদের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে উচ্ছেদ করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়।
বিডি প্রতিদিন/কালাম