নেত্রকোনার মদনে কৃষি জমিতে ব্রিকফিল্ড বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মদন উপজেলা পরিষদের সামনের সড়কে স্থানীয় কৃষকদের উদ্যেগে এই মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মদন পৌরসভার সাবেক কমিশনার শেখ আব্দুল লতিফ, কৃষক কালাম খান, মতিউর রহমানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন- হাওর এলাকার কৃষি জমিতে প্রতিবছর অনেক ধান উৎপাদন হয়ে থাকে। গত কিছুদিন যাবত এই এলাকায় ব্রিকফিল্ড তৈরির পায়তারা চলছে। ব্রিকফিল্ড তৈরি হলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এছাড়াও ওই এলাকার অনেকের কৃষি জমি নষ্ট হবে। এরই প্রতিবাদে ব্রিকফিল্ড বন্ধের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার