নওগাঁ শহরে প্রকাশ্য দিবালোকে বাড়িতে প্রবেশ করে কোহিনুর আক্তার (৪৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডাকাতিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের পার-নওগাঁ ধোপাপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, নিহত গৃহবধূ ওই মহল্লায় নিজস্ব বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। বুধবার স্বামী ইসরাইল সকাল আনুমানিক ৯টার দিকে শহরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় অবস্থিত তার সিলভারের দোকানে চলে যান। পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ পেয়ে স্বামী ইসরাইল দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বলেন, প্রাথমিকভাবে ডাকাতিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে
পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন