ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। বুধবার সকালে হরিপুর উপজেলা পরিষদের সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরিপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, ৫০ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা.সামিউল চৌধুরী সামী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সাধারন সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, মাজহারুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।
বিডি প্রতিদিন/এ মজুমদার