বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছেন বনরক্ষীরা।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযানে তাদের আটক করে বনরক্ষীরা।
দুই পাচারকারী হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার মো. টুলু কাজীর ছেলে খলিল কাজী (৪০) ও মো. চুন্নু সরদারের ছেলে নাছির সরদার (৩৫)। পরে তাদেরকে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সুন্দরবনের চরখালী এলাকায় তল্লাশি চালাতে থাকে। পরে রাত ৯টার দিকে পাজড়াফুটা নামক খালে একটি ডিঙি নৌকায় তল্লাশি করে তক্ষকটি পাওয়া যায়। এসময়ে দুই পাচারকারীকে আটক করা হয়।
ওই বন কর্মকর্তা জানান, পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা তক্ষকটি লেজসহ ১৬ইঞ্চি লম্বা। এ ঘটনায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে দুই পাচারকারীকে মঙ্গলবার বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন