কুমিল্লার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.)-২০১৯ সালের পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো. মজিবুর রহমান (বি.এস.সি)। অতিথি ছিলেন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্ধ।
আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইনান্স মো. কামরুল হাসান, আবুল কালাম আজাদ, মো. জাকির হোসেন, মো. কামরুল হাসান, এড. আবু মোসা, মো. রেহান উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, লোকনাথ সাহা, বশির আহম্মেদ, মো. শাহ আলম, মো. শাহ জালাল, লোকনাথ ভৌমিক, টিপু সুলতান, হুমায়ন কবির, স্বপন দেবনাথ, আব্দুল কাদের, মোবারক হোসেনসহ প্রাক্তন ছাত্র পরিষদের অন্যান্য সদস্যবৃন্ধ ও এলাকার অভিভাবকবৃন্ধ।
অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের পড়াশুনায় উজ্জীবিত করতে এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রয়োজন ছিল যা নবিয়াবাদ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মাধ্যমে আজ বাস্তবায়ন হয়েছে। এ ধরনের অনুষ্ঠান চলমান থাকলে ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা পড়াশুনায় আরও মনোযোগী হবে।
বিডি প্রতিদিন/ফারজানা