ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। ভিটে হারা হয়েছে ৬ পরিবার ও নদী গর্ভে বিলীন হয়েছে ৪ একর ফসলি জমি। বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী ও বালিয়া ডাঙ্গীর ভাঙন কবলিত এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
ফাজেলখার ডাঙ্গীর ভাঙনের স্বীকার মোস্তাক মোল্যা (৬০) বলেন, গত দু'দিনের ভাঙনে পাউবির ফেলা ২ হাজার বস্তা জিও ব্যাগসহ তিনটি বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। এখনই ব্যবস্থা না নিলে বেড়ি বাঁধে ভাঙন দেখা দিতে পারে। এ গ্রামে ভিটেহারা অপর দু’ব্যক্তি হলেন- মাসুদ ম্যেল্যা (৪৯) ও ইদ্রিস মোল্যা(৭০)।
অপরদিকে বুধবার দিবাগত রাতে বালিয়া ডাঙ্গী গ্রামে একই পরিবারের সোলাইমান শিকদার, আজাহার শিকদার ও সাজেদ শিকদারের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে ৫০ এর অধিক পরিবার।
সোলাইমান শিকদার বলেন, কয়েকদিন ধরেই নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। আর আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি। গতকাল রাতে হঠাৎ করেই ভাঙ্গনের তিব্রতা বৃদ্ধি পায়। স্থানীয়দের সহায়তায় কোন রকমে ঘর রক্ষা করেছি কিন্তু মাথা গোজার শেষ সম্বলটুকু হারালাম। এ কদিনে ৪ একর পরিমাণ ধানি জমি নদীতে বিলীন হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, ফাজেল খার ডাঙ্গী ও বালীয়া ডাঙ্গীর ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি জেলা প্রশাসক মহাদয়কে জানিয়েছি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকেও বিষয়টি অবগত করেছি। দুটি স্থানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার