আশুলিয়ায় রবিউল ইসলাম রবিন (২২) নামের এক পরিবহন মাস্টারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেইটের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত রবিউল ইসলাম রবিন আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া মোল্লা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সে আশুলিয়ার বাইপাইলে একটি পরিবহনের কাউন্টার মাস্টার পদে চাকরি করত।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে বাইপাইল একটি পরিবহনের কাউন্টার থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়ে ওই যুবক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিউলের চোখে, বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় নিহতের মা শিরিন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এই ঘটনার আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ও অস্ত্র উদ্ধারে জন্য বিভিন্ন এলাকার অভিযান চলছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার