নাটোর পৌরসভার ১ নং ওর্য়াড কাউন্সিলর ও জেলা যুবদলেরর সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া প্রায় একই সময়ে বিএনপি অফিসের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র কাজী শাহ আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করলেও কাজী শাহ আলমকে আটক করার বিষয়টি নিশ্চিত করেননি।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, সোহাগকে ওয়ারেন্টি আসামী হিসেবে গ্রেফতার করা হয়েচে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাজী শাহ আলমকে আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক ঘিরে রেখেছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
বিএনপির স্থানীয় নেতারা জানান, বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর রাজশাহী বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নাটোর আসা নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার বিকেলে নাটোরে দলীয় কার্যালয়ে পৌঁছালে সরকারি দলের স্থানীয় নেতাকর্মীরা আশেপাশের এলাকাগুলোতে অবস্থান নেয় এবং হামলার চেষ্টা করে। এ খবরে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাজশাহী অভিমুখে নাটোরের শেষ সীমানা তোকিয়া বাজার পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ-এ মজুমদার