কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির নাফনদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুইটি তাজা কার্তুজ, একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিয়ানমারের মংডু জেলার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মদ (১৭) ও একই এলাকার দিল আহমদের ছেলে দুস মোহাম্মদ (১৮)।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপি একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে কয়েকজন ইয়াবা পাচারকারী হস্তচালিত নৌকা দিয়ে নাফ নদী পার হওয়ার সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে নৌকা থেকে দুই ব্যক্তি লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা অতকির্তভাবে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিন বিজিবি সদস্য আহত হন। আত্নরক্ষার্থে বিজিবি ও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষে ১০-১২ মিনিট গুলিবিনিময় হয়। গোলাগুলির পরে টহলদল ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এছাড়া বিজিবির তিন সদস্য আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসময় ৭০ হাজার ইয়াবা, একটি দেশী তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ববস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ফারজানা