কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর এলাকার বানিয়াপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও রুমি (৩৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল থেকে ওই দম্পতির তিন বছরের ছেলে কাঁদছিল। পরে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। ঘরের মেঝেতে ছিল শিশুটির মায়ের লাশ আর পাশের ঘর থেকে চেয়ারে বসা অবস্থায় বাবার লাশ পাওয়া যায়।
নিহত দুজনের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাগেশ্বরী থানার ওসি মো. রওশন কবির গণমাধ্যমকে জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা