শরীয়তপুরের নড়িয়া রক্ষা বাঁধের ২শ' ৭ মিটার এলাকা জুড়ে ধসে পড়েছে। এতে একটি মসজিদ, ২টি পাকা দালান, ১০টি বসতবাড়িসহ গাছপালা নদীতে বিলিন হয়েছে। বৃহস্প্রতিবার সন্ধ্যা ৭টার দিকে নড়িয়া উপজেলার উত্তর কেদারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আশপাশে বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
আতংকিত হয়ে অন্তত ৫০টি বসতবাড়ি অন্যত্র সড়িয়ে নিয়েছে ভাঙন কবলিতরা। শুক্রবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এসময় তিনি ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছর নড়িয়ার আট কিলোমিটার জুরে ব্যাপক ভাঙন ছিল। ভাঙনে ওই এলাকার সাড়ে ছয় হাজার পরিবার গৃহহীন হয়। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অসংখ্য স্থাপনা বিলিন হয়ে যায়। ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয় এক হাজার ৯৭ কোটি টাকার একটি প্রকল্পর অনুমোদন করে।
পানি উন্নয়ন বোর্ড নৌ বাহিনীর প্রতিষ্ঠান খুলনা শীপইয়ার্ড লিমিটেডকে ওই কাজের কার্যাদেশ প্রদান করেন। যার মধ্যে ৫৫২ কোটি টাকা ব্যয়ে নড়িয়ার সুরেশ্বর হতে জাজিরার কায়ুম খার বাজার পর্যন্ত আট দশমিক নয় কিলোমিটার অংশে নদীর তীর রক্ষার কাজ। বাকি টাকা দিয়ে নদীর চর খনন করা হবে। গত বছর ১২ ডিসেম্বর ওই প্রকল্পের নদীর তীর রক্ষার কাজ শুরু করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল