পিরোজপুরের নেছারবাদ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির করে পালানোর সময় অস্ত্র-স্বর্ণালঙ্কারসহ ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নেছারবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বালিহারি গ্রামে মিজানের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়।
পরে ডাকাতদের গ্রেফতারের বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, আন্তঃজেলা ডাকাত দলের সরদার বাদশা, ডাকাত লিটন, শাহজাহান, ইসমাইল হোসেন, জাহারুল মাঝি ওরফে ছাইদুর এবং ছান্টু মিয়া।
এসময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার, ধারালো অস্ত্র ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল বলদিয়া ইউনিয়নের বালিহারি গ্রামে মিজানের ঘরের সামনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ডাকাতদল গৃহকর্তাকে বেঁধে অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫-৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে অভিযান চালিয়ে পালানোর সময় পুলিশ ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপর ডাকাতদের বরিশাল সিটি করপোরেশনের গড়িয়ারপাড় এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন