আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান খালেদা জিয়া হচ্ছে এতিমের টাকা চোর। আদালতে সাব্যস্ত এবং তাকে এতিমের টাকা চুরি করার জন্য জেল দেয়া হয়েছে। আর তাদের সিনিয়র কো-চেয়ারম্যান হচ্ছে দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন যে, আমি অপরাধী আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। এই দলের নেতারা এখন পর্যন্ত তাদের চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান দুর্নীতিবাজ বদলাইতে পারে না তাদের এসব কথা বলা সাজে না।’
আজ শুক্রবার আখাউড়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেই অভিযান চলবে। তার কারণ প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স। যারা এ অপরাধে জড়িত তাদের সকলকে এই আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের বাউন্ডারির মধ্যে এখানে সেখানে অবৈধ ক্যাসিনো করা হয়েছে তার খবব পেলেই অভিযান চলবে।’ অনুষ্ঠানে আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ও আত্মীয় সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
বিড-প্রতিদিন/শফিক