কুষ্টিয়ার ভেড়ামারায় তেলবাহী একটি লরির ট্যাংকি বিস্ফোরণে সেলিম (২৮) নামে এক ওয়ার্কশপ মালিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ওসি মোল্লা খবির উদ্দিন জানান, ভেড়ামারা বারমাইলে মতিয়া ফিলিং স্টেশনের তেলবাহী লরির ট্যাংকি ছিদ্র হলে (ঝিনাইদহ-ঢ-৪১-০০১৪) তা পাশের ওয়ার্কশপে ওয়েল্ডিং করতে দেওয়া হয়। ওয়ার্কশপের মালিক সেলিম ওয়েল্ডিং করার সময় লরির ট্যাংকি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক