দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ জিসান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জিসান উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া এলাকার ওসমান আলীর ছেলে। শুক্রবার সকাল ৮টায় নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে।
শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. খাদেমুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে পুকুর ধারে বোতল নিয়ে খেলছিল মো. আব্দুল্লাহ জিসান। খেলার এক পর্যায়ে বোতলটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে বোলটি তুলতে গিয়ে পানিতে ডুবে সে যায়। পরে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক