পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো.আব্বাস (৫২) নামের এক কৃষক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর গ্রামে পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে। এসময় আহত হয় নারীসহ আরও অন্তত ৭ জন।
গুরুতর আহত দুই গৃহবধূসহ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্বাসের মৃত্যু হয়। নিহত আব্বাছ উপজেলার ধুলাশ্বার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মিনরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক