কবি নজরুল উদযাপন পর্ষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী প্রথমবারের মতো লালমনিরহাটে অনুষ্ঠিত হলো জাতীয় কবি নজরুল উৎসব। কবির ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার পরিষদ অডিটোরিয়াম চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান। এর আগে ওই অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কবি ফেরদৌসী বেগম বিউটি। মুখ্য আলোচক ছিলেন কবি সরোজ দেব। অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,
নজরুল সংগীত শিল্পী সুমন চৌধুরী, ড. শ্বাশ্বত ভট্টাচার্য, কবি দেলোয়ার হোসেন রংপুরী, সংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবর রহমান প্রমুখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানে লালমনিরহাটের কয়েকটি ভ্যানুতে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনী, কর্মশালা, সঙ্গীত, আবৃত্তি, প্রতিযোগিতা ও নৃত্য অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল