মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক দুর্জয় মাহমুদ বাচ্চু মৃধাকে শালিসে ডেকে নিয়ে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
জানা গেছে , গত ৬ সেপ্টেম্বর বিকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সালিষ মীমাংসায় ডেকে নেয়। এসময় প্রতিপক্ষ কহিনুর মাস্টারের লোক হামলায় গুরুতর আহত হন বাচ্চু। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাকে। সেখানে ৪দিন পর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে মারা যায় বাচ্চু।
নিহতের বড় ভাই বাবলু মৃধা বলেন, ‘আমার ভাইকে কহিনুর মাস্টার ও তার লোকজন মারধর করায় তার মৃত্যু হয়েছে। আমার ভাই হত্যাকারীদের বিচার চাই। এ ঘটনায় আমরা মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।’ শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমিও বিষয়টি শুনেছি। শোনার পরে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয় হবে।
বিডি-প্রতিদিন/শফিক