কুমিল্লার বুড়িচংয়ে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে। আজ এ ঘটনা ঘটে।
এসময় এক শিবির কর্মীসহ ৫ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ টি ককটেল, লিফলেট ও ব্যানার ফেস্টুন উদ্ধার করেছে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশের কাছে খবর আসে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পিছনে একটি ঘরে শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে এএসআই দেলোয়ার ও কনস্টেবল মাহবুব আহত হয়। পুলিশ এসময় গুলি চালালে শিবির কর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিবির কর্মীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থল থেকে পুলিশ ৯ টি ককটেল, লিফলেট, ব্যানার, ফেস্টুন উদ্ধার করেছে। আহত পুলিশের সদস্যরা কাবিলা ইস্টান মেডিক্যাল কলেজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল