কক্সবাজার সদরের পিএমখালীতে পুকুরে গোসল করতে নেমে দু'সহোদরের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ৪ নং ওয়ার্ডের মধ্যম জুমছড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ওই এলাকার বাবুলের ছেলে তামিম (১১) ও নছিম (৮)।
এলাকাবাসী জানায়, দুপুরে এলাকার একটি পুকুরে দু'সহোদর মিলে গোসল করতে নামে। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় দু’ভাই। এলাকাবাসী পুকুরে অনেক খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক