বগুড়ার গাবতলীতে খালের পাড় থেকে মহসিন আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
শুক্রবার বেলা ১১ টার দিকে থানা পুলিশ মহিষাবান ইউনিয়ন পরিষদের অদূরে উদখালি খালের পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, মহসিন আলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি শ্যালো মেশিন পাহারা দিতেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে প্রায় দেড় কিলোমিটার দূরে ওই শ্যালো মেশিন ঘরে যান। সকাল ১০টা পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ওই মেশিন ঘরে গিয়ে তাঁর বিছানা তছনছ করা দেখতে পান। এরপর তারা খোঁজাখুজির একপর্যায়ে ইউনিয়ন পরিষদের অদূরে উদখালি খালের পাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে।
বগুড়ার গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মুসা মিয়া জানান, লাশের সুরতহাল রিপোর্টের সময় শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে মহসিনকে হত্যা করে মরদেহ খালের পাড়ে ফেলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল