কক্সবাজারের টেকনাফের হ্নীলার চৌধুরী পাড়ায় (রাখাইন) পাড়া এলাকার চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব-১৫। এসময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস এবং সাতজনকে ৫০ হাজার টাকা করে (অর্থদণ্ড) জরিমানা করা হয়।
আটকরা হলেন উপজেলার হ্নীলা চৌধুরীপাড়া এলাকার মৃত মংলুর ছেলে জোমান নাং (২২), নাটমুরাপাড়া এলাকার মৃত গোলাম কাদিরের ছেলে অটোচালক বেলাল হোসেন (১৮) ও টেকনাফ সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল গণি (২২)।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব জানান, ‘মদের আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।’
বিডি-প্রতিদিন/শফিক