ময়মনসিংহের ফুলপুরে ইভটিজিংয়ের অপরাধে জহিরুল ইসলাম (২৮) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ইভটিজিংয়ের ঘটনা ঘটে। জহিরুল চরসাহাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র।
জানা যায়, ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিজ বাড়িতে কাজ করার সময় তাকে একা পেয়ে পেছন থেকে জাপটে ধরে ওই বখাটে। পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসে এবং বখাটেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে এস আই সুমনসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে তাকে আটক করে রাখে। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল ঘটনাস্থলে যান এবং মেয়েটির অভিযোগ শোনেন। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বখাটে অপরাধ স্বীকার করলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক