পিরোজপুর শহরের মাছিমপুরে ফেনসিডিলসহ একটি গাড়ি জব্দ করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। শুক্রবার পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর এলাকা থেকে একটি গাড়ি থেকে সাত বস্তায় ৭শ’ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
পিরোজপুর সদর থানার এস.আই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মাছিপুরের যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রের পাশে রাস্তায় থেমে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে। পরে পুলিশ গাড়িটি জব্দ করে পিরোজপুর সদর থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে পুলিশের অভিযান চলার কারণে মাদক ব্যবসায়ীরা পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে গাড়িতে ফেনসিডিল রেখে পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক