১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত তৎকালীন জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদ শাহনূর ইসলাম তিতাস এর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ছোট বাজারস্থ দলীয় কাযার্লয়ে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, শহীদের বোন নজরুল সংগীত শিল্পী চমন নাসরীন, যুব নেতা এ কে এম আজাহারুল ইসলাম অরুণ, রবিউল আওয়াল, ছাত্র নেতা জাকারিয়া অলিসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ তিতাসের নামে সড়কের নামকরণ, ও ভাস্কর্য্য নিমার্ণের দাবি জানান।
আলোচনা শেষে শহরে একটি শোক র্যালি বের হয়। পরে পৌর কবরস্থানে শহীদের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল