ময়মনসিংহের ফুলপুরে রাতের আঁধারে পুকুরে বিষ ফেলে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার রূপসী ইউনিয়নের বরইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বরইকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত হাজী বেনত আলীর ছেলে মাছচাষী আব্দুল মোতালেব, মৃত আব্দুল জব্বারের ছেলে সামিউল ইসলাম ও চকপাড়া গ্রামের মৃত দিলকোস আলীর ছেলে আব্দুল মোতালেবের পুকুরে একই রাতে কে বা কারা বিষ ফেলে প্রায় ৫ লাখ টাকার মাগুর মাছ, শিং মাছ ও দেশীয় জাতের মাছ মেরে ফেলে।
এ ঘটনায় চকপাড়া গ্রামের মাছচাষী আব্দুল মোতালেব বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন