কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজ এলাকা থেকে মাদকসহ দম্পতিকে আটক করেছে বিজিবি কুমিল্লা। বিজিবি- ১০ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুক শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, ঢাকার কদমতলী থানার পোস্তখোলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. বিপ্লব মিয়া (৪৮) ও তার স্ত্রী মোছা. সমেলা খাতুন (৩৭)। তাদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি- ১০ ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার বিকালে বিবির বাজার বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজ নামক স্থান থেকে ভারতীয় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রীকে আটক করে।
বিডি প্রতিদিন/হিমেল