জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলা ছাত্রলীগের উদ্যোগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, দফতর সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-দফতর সম্পাদক রকি ও জেলা, পৌরসহ ছাত্রলীগের প্রত্যেক ইউনিটের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত