বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ১২ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন বোর্ড।
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন বোর্ড-২০১৯ এর চেয়ারম্যান এ্যাড. আল্-মাহ্মুদ জানান, চেম্বার অব কমার্সের নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৪টি মনোনয়ন পত্র জমা পড়ে। এর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র স্বেচ্ছায় প্রত্যাহার করেন। প্রার্থীর পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী হওয়ায় তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত প্রার্থীরা হলেন আবুল কালাম আজাদ প্রো. এ.বি. সিরামিক ইন্ডাষ্ট্রিজ, তৌফিকুর রহমান বাপ্পি ভান্ডারী চেয়ারম্যান, পাওনিয়ার ফিল্ট্রেশন লি., টি.এম. আলী হায়দার ব্যবস্থাপনা পরিচালক, বিল্ডিং কনষ্ট্রাকশন লি., মো. গোলাম কিবরিয়া (বাহার) ব্যবস্থাপনা পরিচালক, কিবরিয়া এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি., হাসান আলী আলাল প্রো. আকবরিয়া প্লাস, অশোক রায় প্রো. মেসার্স রায় ট্রেডার্স, মো. সাইরুল ইসলাম প্রো. হোন্ডা সেন্টার, এনামুল হক (দুলাল), প্রো. মেসার্স হক এন্ড সন্স, আবু ওবায়দুল হাসান প্রো. মেসার্স তুর্য্য এন্টারপ্রাইজ, মাফুজুল ইসলাম রাজ প্রো. মেসার্স রাজ কনষ্ট্রাকশন, মাসুদুর রহমান মিলন প্রো. মেসার্স মাসুমা বেগম, পারভেজ হোসেন (উজ্জল) প্রো. মেসার্স উজ্জল মেশিনারীজ।
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বর্তমান কমিটির সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ জানান, নির্বাচিত পরিচালকরা আগামী ২৭ সেপ্টেম্বর চেম্বারের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন। এবারের নির্বাচনে ঋন খেলাপি ও কর খেলাপিদের প্রার্থীতা অযোগ্য ঘোষণা করে নির্বাচন বোর্ড।
বিডি প্রতিদিন/হিমেল