নাটোরের লালপুরে ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতির ভাই মোজাম্মেল হোসেন ফিরোজকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হামলায় এসআই সেলিম আহত হয়েছে বলে দাবি পুলিশের। আটক মোজাম্মেল হোসেন ফিরোজ দক্ষিণ লালপুর এলাকার নাদের হোসেনের ছেলে।
সোমবার বেলা ১১টার দিকে লালপুর থানার সামনে এই ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে থানার সামনে ফিরোজের দেহ তল্লাশী করে পুলিশ। এসময় ফিরোজের দেহ তল্লাশী করে কোমড় থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফিরোজ এসআই সেলিম হোসেনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে অন্য পুলিশ সদস্যরা এসে তাকে আটক করে। এসময় এসআই সেলিম সামান্য আহত হয়।
এই ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল