মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের দিরাজ ও আকতার হত্যা মামলায় মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একমাস কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম আবদুল সালাম এ আদেশ দেন। দন্ডিত আসামিরা হলো- এলাঙ্গী গ্রামের মো. আজিমুদ্দিনের ছেলে বজলু রহমান, হারুণ মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম, এবং ওহিদুল হক, আজগর আলীর ছেলে আবদুল মজিদ ও মো. ইয়াহিয়া।
১৯৯৯ সালের ১৪ জানুয়ারি রাতে একই গ্রামের মো. নবীছদ্দিনের ছেলে দিরাজ আলী ও আমদর মন্ডলের ছেলে আকতার হোসেনকে বাড়ি থেকে তুলে নিযে গিয়ে আসামিরা জবাই করে হত্যা করে। দিরাজ আলীর ভাই বাদী হয়ে হত্যার একদিন পর ১৬ জানুয়ারি গাংনী থানায় আসামীদের নামে হত্যা মামলা করেছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার