বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান জানান, উন্মুক্ত ও দূর শিক্ষায় দেশজুড়ে ৬ লাখের অধিক শিক্ষার্থী ৫৭টি একাডেমিক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষাগ্রহণ করে জাতির দক্ষ জনসম্পদে পরিণত হচ্ছে।
উপাচার্য বলেন, প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা বাড়াতে দক্ষিণ কোরিয়ার সিউলে অনলাইন এইচএসসি ও বিএ প্রোগ্রাম সম্প্রতি চালু করা হয়েছে। এই প্রোগামগুলো দক্ষিণ কোরিয়ায় কর্মরত ১৩ হাজার ৩০০ জন বাংলাদেশি কর্মীদের ভিসার শ্রেণী পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ সময় সে দেশে বৈধভাবে অবস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। আগামীতে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে অনুরূপ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্বমানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার দক্ষতা নিশ্চিত করা হয়েছে। একই সাথে একাডেমিক প্রোগ্রামগুলোর গুণগত উৎকর্ষতা নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল যোগাযোগ, অনলাইন শিক্ষাব্যবস্থা, ওপেন এডুকেশন রিসোর্স ও তথ্যপ্রযুক্তির নির্ভরতায় বিশ্ববিদ্যালয়টি ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে উপনীত হতে চলেছে।
উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছানোর জন্য যে রূপকল্প বাস্তবায়ন করছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে ২০৩৫ সাল পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের অর্গ্রানোগ্রাম, শিক্ষা প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে। সমগ্র দেশের সাথে বাউবি যথাযোগ্য মর্যাদায় মুজিব বর্ষ পালনে নানা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আঞ্চলিক কেন্দ্রে এ অনুষ্ঠানগুলো হবে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, ডিন অধ্যাপক সুফিয়া বেগম, রেজিস্ট্রার ড. মহাম্মদ শফিকুল আলম ও তথ্য পরিচালক (অবসর ছুটিতে থাকা) মো. আবুল কাসেম শিখদার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গাজীপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার