ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাইদুর রহমান (২৫) নামে এক ফল ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার উপজেলার বাহেচর গ্রামে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে বাাঞ্ছারামপুর থানা পুলিশ।
নিহত ব্যবসায়ী বাহেরচর গ্রামের মালু মিয়ার ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মালু মিয়ার ছেলে ফল ব্যবসায়ী ছাইদুর রহমান গত রবিবার রাত ৯টার পর থেকে তার মোবাইল বন্ধ পান তার পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি তারা। আজ সোমবার বেলা ১১টার দিকে মেঘনা নদীতে এক যুবকের লাশ ভাসতে থাকলে তার পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ সনাক্ত করে। তাকে গলা কেটে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বাহেরচর গ্রামের রিক্সা চালক হানিফ মিয়া জানান, রবিবার রাত ৯ টার দিকে আমার রিকশায় করে ছাইদুর গ্রামের পুরাতন লঞ্চ ঘাটে যায় এবং আমাকে বলে তুমি চলে যাও, আমি চলে আসবো। আজ সকালে মেঘনা নদীতে ছাইদুরের লাশ পাওয়া গেছে।
নিহতের পিতা মালু মিয়া জানান, রবিবার রাত ৯টার পর থেকে আমার ছেলের মোবাইল বন্ধ পাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ সোমবার সকাল ১১টার দিকে মেঘনা নদীতে একটি লাশ ভাসছে এ খবর পেয়ে গিয়ে দেখি এটা আমার ছেলের লাশ। আমার ছেলের সাথে কারও কোনো বিরোধ ছিল না।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা খতিয়ে দেখছি। এখনও পরিবারের পক্ষ থেকে মামলা দেয়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম