ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অন্য কোনো স্থান থেকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে গেছে।
মঙ্গলবার সকালে মহাসড়কের ভূটিয়ারগাতি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মঈনউদ্দীন জানান, ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কি কারণে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন