“দ্যা জার্নি টু এইজ ইকুয়েলিটি, বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও নেত্রকোনা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে পৌর শহের র্যালি অনিষ্ঠিত হয়েছে।
র্যালিটি মঙ্গলবার সকাল ১১ টায় মোক্তাপাড়া মুক্তমঞ্চের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্বদেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। র্যালিতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার আকবর আলী মুনসী অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে সার্কিট হাউজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীণদের সন্মানে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এতে জেলা প্রবীণ হিতৈষী সংঘের সকল নারী ও পুরুষ সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন