টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বসতবাড়ি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকালে উপজেলার তারাই গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতের নাম লাল খাঁ (৬০)। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রামের কুরবান খানের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের কালু খার ছেলে সুলতান খা (৩৫), নিশান আলী খানের ছেলে কালু খান ও অজ্ঞাত আরও একজন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা জানান, উপজেলার তারাই গ্রামে হঠাৎ করে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। যমুনার হাত থেকে বসতঘর রক্ষার জন্য ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লাল খা মারা যান।
বিডি প্রতিদিন/কালাম